You have reached your daily news limit

Please log in to continue


যে পাঁচ কারণে কোহলি স্বপ্নপূরণের খুব কাছে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনো আইপিএল শিরোপা জেতেনি। এই তথ্য জানতে আইপিএলের পাঁড় ভক্ত না হলেও চলে। বিরাট কোহলি দলটিতে এখনো খেলছেন, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলরা খেলে গেছেন, সে কারণেই দলটি সম্পর্কে প্রচার-প্রচারণা একটু বেশিই। শিরোপা জিততে না পারলেও বেঙ্গালুরু আইপিএলে বেশ ধারাবাহিক।

আগের ১৭ মৌসুমের মধ্যে ৯ বার প্লে-অফ পর্বে উঠেছে; এবার নিয়ে ১০ বার। রানার্সআপ হয়েছে ৩ বার। কাল চতুর্থবারের মতো উঠল ফাইনালে। তবে এবারের গল্পটা আলাদা। এতটা দাপুটে পারফরম্যান্সে বেঙ্গালুরু এর আগে দেখাতে পারেনি। সে কারণেই কাল ফাইনাল নিশ্চিতের পর ক্রিকেট বিশ্লেষক টম মুডি, ভারতের সাবেক পেসার বরুণ অ্যারনরা বলেছেন, এবার শিরোপা বেঙ্গালুরুই জিতবে। কীভাবে এবারের আইপিএলে বেঙ্গালুরু এতটা দারুণ ক্রিকেট খেলল?

এক গল্পে অনেক নায়ক

বেঙ্গালুরু বলতেই কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের নাম ভেসে ওঠে। দলটি এত দিন যা করেছে, তা মূলত কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সে ভিত্তি করে। এবার আর একই গল্প নয়। ফাইনালে ওঠার পথে দলটির হয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আটজন ক্রিকেটার। কখনো জিতেশ শর্মা বা সুয়শ শর্মা, কখনো ফিল সল্ট কিংবা টিম ডেভিড—কেউ না কেউ পারফর্ম করেছেনই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন