You have reached your daily news limit

Please log in to continue


রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে রংপুর নগরের সেনপাড়ায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা জি এম কাদেরের বাড়ি দ্য স্কাই‌ ভিউয়ের জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের অভিযোগ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুরে আসেন জি এম কাদের। বিকেলে তিনি তাঁর বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। এরপর ‘আওয়ামী লীগের দোসর’ জি এম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে জড়ো হন। সেখান থেকে একদল কর্মী মিছিল নিয়ে জি এম কাদেরের বাড়ির দিকে যান। এরপর সেখানে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে চলে যান।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। জাতীয় পার্টির লোকজন তাঁদের ৶পর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জি এম কাদেরের বাড়িতে হামলার অভিযোগ সত্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন