You have reached your daily news limit

Please log in to continue


চাই স্বস্তি, চাই গণতন্ত্রের পথ

এক অস্থির ও অনিশ্চিত সময় কাটছে দেশবাসীর। কয়েক দিন ধরে চলেছে প্রধান উপদেষ্টার পদত্যাগবিষয়ক ঘটনা। নানা গুজব, প্রচার-অপপ্রচার, শালীন, অশালীন নানা মন্তব্যে ভরে উঠছে ফেসবুক আর ইউটিউবের পাতা। মানুষের মনে স্বস্তি নেই, তবু অদ্ভুত এক জীবনচর্চার মধ্যে তারা ঢুকে গেছে। এখানে-সেখানে সমাবেশ হচ্ছে, কোথাও গরম পানির বর্ষণ হচ্ছে, কোথাও লাঠিপেটা হচ্ছে, পরোয়া নেই। নিজের শরীরটা বাঁচিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে সবাই। তবে ঘরের মানুষেরা শুধু প্রার্থনা করে চলেছে—কাজের মানুষেরা যেন ফিরে আসে।

আমাদের শাসকগোষ্ঠী এক অলৌকিক ক্ষমতার অধিকারী। তাদের জীবিকার সমস্যা নেই, বাজার-সদাই করার তাগিদ নেই। পুরো বাজারটাই যেন কখনো ক্ষমতাধরদের বাড়িতে এসে পৌঁছে যায়। বহু বহুবার আমাদের দেশের খেটে-খাওয়া, কাজ করা মানুষেরা বাজার না করতে পারার সংকটে পড়েছে। অনাহারেও থাকতে হয়েছে। এর ওপর এক ব্যতিক্রমী আন্দোলন হলো এবার। অনেক দিক দিয়েই ব্যতিক্রম। যেকোনো অভ্যুত্থানের সময় দেখা যায়, মানুষের ঐক্য এক জায়গায় থাকে; তখন চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি এসব হয় না। এবারে সরকার পতনের পর থেকেই এসব শুরু হয়েছে। পাড়া-মহল্লার অধিবাসীদের রীতিমতো পাহারাদার হিসেবে লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন