You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে হামলা: জুলাইয়ের আকাঙ্ক্ষার এ কেমন পরিণতি

কোটা সংস্কার আন্দোলনকে ছাত্র–জনতার অভ্যুত্থানে ত্বরান্বিত করার পেছনে রংপুরে আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা ছাড়াও আরেকটি ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা।

সেদিন ক্যাম্পাসে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বহিরাগত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছিল। পরদিন এর ছবি সব কটি সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছিল। তবে তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিগুলো সবচেয়ে বেশি মানুষকে ক্ষুব্ধ করেছিল, তা হলো ছাত্রীদের ওপর তাদের হামলে পড়া। এক ছাত্রীকে মেরে রক্তাক্ত করার ছবি এখনো মানুষ ভুলতে পারে না।

প্রায় ১০ মাসে এসে সেই রক্তাক্ত ছবি আবারও ফিরে এল, সঙ্গে আরেকটি নতুন রক্তাক্ত ছবিসহ। নতুন ছবিটি গতকাল বুধবার চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনার। কয়েকজন রাজনৈতিক কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, যেখানে একজন নারীর মাথা ও চেহারা রক্তে ভরে গেছে। রাজনৈতিক এই কর্মসূচি কিসের জন্য ছিল? আর সেখানেও হামলা চালানো হলো কেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন