You have reached your daily news limit

Please log in to continue


আর কর্মবিরতি নয়, এবার নতুন কর্মসূচিতে সরকারি কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মচারীরা। আগামী রোববার (১ জুন) তিনজন উপদেষ্টাকে এবং সোমবার (২ জুন) দুইজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।

আজ বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এবং সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর মাঠ পর্যায়ে থেকে প্রতিষ্ঠান ও সংস্থা প্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

নূরুল ইসলাম বলেন, ‘আগামী রোববার আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব। একটা ভালো ফলাফল নিয়ে ঈদটা উদযাপন করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন