বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট আগামী সপ্তাহে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১৫:৫১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার নোট। জুনের প্রথম সপ্তাহে রোববার অথবা সোমবার থেকে নতুন নোট ব্যাংকে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১ অথবা ২ জুন নতুন নোট পাওয়া যাবে। এ সময় ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট দেওয়া হবে।”


তার আগে ২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।


১ হাজার, ৫০ টাকার এবং ২০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি থাকছে বলে জানিয়েছিলেন তিনি।


গভর্নর বলেছিলেন, “তিনটে নোট আসছে বাজারে খুব শিগগিরই। এটা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না।”


“এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু আমাদের ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও