
৮০০ কোটি ডলারে ইনফরমেটিকা কিনছে সেলসফোর্স
ডেটা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনফরমেটিকাকে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে সেলসফোর্স। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে নিজেদের আরও মজবুত করতে সেলসফোর্স এ ঘোষণা দিয়েছে।
এই চুক্তির মাধ্যমে সেলসফোর্স শুধু তাদের তথ্য ব্যবস্থাপনার সরঞ্জামসমূহ সম্প্রসারণই করবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যে আরও গভীরভাবে নতুনত্ব আনবে।
সেলসফোর্সের প্রধান নির্বাহী মার্ক বেনিওফ বলেছেন, “সেলসফোর্স ও ইনফরমেটিকা একত্রে তথ্যপ্রযুক্তির জগতে সবচেয়ে পরিপূর্ণ এবং স্বয়ংক্রিয় এজেন্ট-প্রস্তুত ডেটা প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এই চুক্তি কোটি কোটি ডলারের ডেটা বাজারে আমাদের শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করবে।”
সেলসফোর্স ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সফটওয়্যার এজেন্ট তৈরি করছে। যা মানব হস্তক্ষেপ ছাড়াই বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারে। তাদের “এজেন্টফোর্স” নামের এই প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে এক হাজারেরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
এই চুক্তি অনুযায়ী, ইনফরমেটিকার প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ২৫ মার্কিন ডলার। যা (২২ মে) শেয়ারমূল্যের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। সংবাদ প্রকাশের পর ইনফরমেটিকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৩.৮৬ ডলার। আর সেলসফোর্সের শেয়ারে বেড়েছে প্রায় ১.৭৮ শতাংশ।