ক্রান্তিলগ্নে বাংলাদেশ

যুগান্তর জিয়া আহমদ প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৯:২৮

২০২৫-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ আশাবাদী হয়েছিল যে স্বৈরাচারের রাহুমুক্ত হওয়ার পর সব দলমতের মানুষ মিলে আমাদের বাংলাদেশটাকে গড়ে তুলবে। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এর প্রত্যাশা ও স্বপ্ন অনুযায়ী নতুন দেশ দেখতে পাব আমরা। সোয়া দুইশ বছরের ঔপনিবেশিক শাসনে পিছিয়ে পড়া এই দেশকে উন্নত একটি দেশ হিসাবে গড়ে তোলা এবং এর জনগণের জীবন-জীবিকার মানের উন্নতি করা এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।


কিন্তু বারবার সে আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে কিছু সুযোগসন্ধানী ও লোভী মানুষের কারণে। এদেশের মানুষের দুর্ভাগ্য হলো তারা যাদেরই বিশ্বাস করে ক্ষমতায় এনেছে, তারা বারবার সেই জনগণেরই বিশ্বাসভঙ্গ করে নিজেদের আখের গুছিয়েছে। এর সর্বশেষ ও জ্বলন্ত উদাহরণ হলো পলাতক স্বৈরাচার শেখ হাসিনা।


গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের অবসান ও তার পালিয়ে যাওয়ার পর এদেশের মানুষ আস্থা রেখেছিল গণ-অভ্যুত্থানের সামনের কাতারের যোদ্ধাদের ওপর। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পেছনে, যখন তিনি হাসিনা-উত্তর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করলেন।


কিন্তু সমস্যা ও সংকট শুরু হয়েছিল ঠিক তখনই, যখন উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন কিছু বিতর্কিত চরিত্র। সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া এবং কোনো কাজের অভিজ্ঞতা ছাড়াই ছাত্র-সমন্বয়করা যখন বিশাল দায়িত্ব নিলেন, তখন সেই ভার বহনের ক্ষমতা তাদের ছিল, এমনটি তাদের পরবর্তী কাজকর্মে মনে হয়নি। বস্তুত কারও অর্থ ও প্রতিপত্তির মোহ সর্বনাশ ডেকে আনল। আর দেশের অভিজ্ঞ ও স্বৈরাচারের সহযোগী আমলারা তাদের নানা কৌশলে ভুল ও অসৎপথে চালিত করলেন। এতে ওই আমলাদের চাকরি ও পদ যেমন রক্ষা পেল, তেমনই তারা এ তরুণদের জাতির প্রত্যাশার বিপরীত মেরুতেও নিয়ে ফেললেন। সে কারণে এখনো স্বৈরাচারী হাসিনার নিয়োগ করা ৪৪ জন সচিবসহ অন্য বড় পদের কর্মকর্তারা আয়েশের সঙ্গে চাকরিতে থাকলেও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।


কোনো কিছুই যে বয়স ও অভিজ্ঞতার বিকল্প হতে পারে না, তা বোঝা গেল এই তরুণ ছাত্রনেতাদের কারও কারও পদস্খলনে। এ তরুণরা আমাদের পূর্ববর্তী আওয়ামী নেতৃত্বের মতোই একই ভুল করলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব নিজেদের বলে দাবি করে অন্যসব মুক্তিকামী দলকে ‘আউটসাইডার’ বানিয়ে ফেলেছিল, তেমনই ২৪-এর গণ-অভ্যুত্থানের এ নায়কের অন্যসব রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে কোনো কৃতিত্ব ভাগ করতে রাজি হয়নি। তারা দাবি করা শুরু করলেন যে এই গণ-অভ্যুত্থান মাত্র ৩৬ দিনের আন্দোলনে সফল হয়েছে এবং তার ফলে শেখ হাসিনার মতো স্বৈরাচার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এমনকি কোটায় নিযুক্ত একজন উপদেষ্টা পর্যন্ত বলে বসলেন যে, ‘গত ৫৪ বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি বলেই তাদের ক্ষমতায় আসতে হয়েছে’! কতটা ‘রাজনৈতিকভাবে অজ্ঞ’, অনভিজ্ঞ ও আত্মম্ভর হলে একজন মানুষ এমন কথা বলতে পারেন! গত ৫৪ বছরে দেশে তিনবার স্বৈরাচারী শাসকরা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেছে। কিন্তু তিনবারই রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে তারা পরাজিত হয়েছে। এর সর্বশেষ উদাহরণ হলো ২০২৪। এই আন্দোলনের সুবাদেই অনেকের মুখে আজ ‘বড় বড় কথা’ ফুটছে, যারা ওই আন্দোলনকালে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কফি খেয়েছেন আর টিভি দেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে