
ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিনে গাজায় নিহত ছাড়াল ৫৪ হাজার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা; দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৬০০ দিন অতিবাহিত হতে চললো, এরইমধ্যে প্রায় ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ ভূখন্ডটি। গাজা পুরো দখলের ঘোষণা দিয়ে সম্প্রতি হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যার ফলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিরপরাধ ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরাইয়েলি বাহিনীর হামলায়; আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে ইতোমধ্যে।
মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭৯ জনের লাশ আনা হয়েছে, আর আহত হয়েছেন আরও ১৬৩ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯।