You have reached your daily news limit

Please log in to continue


সাদাকালো ছবির ভয়ঙ্কর গল্পের সেই সুব্রত যেভাবে হাজির

সাদাকালো একটা ছবি, মুখে চাপ দাড়ি, মাথায় ব্যাকব্রাশ চুল।

২৪ বছর আগে দেশের ‘শীর্ষ সন্ত্রাসীর’ তকমা পাওয়া সুব্রত বাইনের এরকমই একটা ছবি একসময় ঘুরেফিরে ছাপিয়েছে দেশের সংবাদমাধ্যমগুলো।

তবে ছবির সঙ্গে যেসব কর্মকাণ্ডের খবর ছাপানো হতো, তা ছিল সবই ‘চমকপ্রদ’ আর ‘চটকদার’।

নেপালে ও ভারতে সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল এক যুগ আগেই। সেই গ্রেপ্তারের পর অবশ্য তার একটা রঙিন ছবি যুক্ত হয় ইন্টারপোল ও পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়।

নানা মুখরোচক সব গল্পের সেই সুব্রত বাইনকে এবার বাংলাদেশ থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সেনাবাহিনী। সঙ্গে তার বহু বছরের সহযোগী মোল্লা মাসুদও আছে; আছে দুই তরুণ সহযোগীও।

এর আগে ১৯৯৭ সালে ঢাকা মহানগর ডিবির আলোচিত কর্মকর্তা এসি আকরাম গ্রেপ্তার করেছিলেন সুব্রতকে।

মঙ্গলবার বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগেই অবশ্য কুষ্টিয়া থেকে সুব্রত বাইনের গ্রেপ্তারের খবর চাউর হয়।

আইএসপিআর বলছে, মঙ্গলবার ভোরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল থেকে ধরা হয় ‘শ্যুটার’ আরাফাত ও শরীফকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন