১ বছরে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে, আশা সরকারের

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৮:৪২

অন্তর্বর্তী সরকার আশা করছে—রেমিট্যান্স, রপ্তানি ও উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তার কারণে ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশের রিজার্ভ ৩৪ দশমিক চার বিলিয়ন ডলার হবে।


আগামী ২ জুন পেশ করতে যাওয়া প্রস্তাবিত জাতীয় বাজেটে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে—গত ২৪ মে পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৭০ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে ছিল ২৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার।


কেন্দ্রীয় ব্যাংক এখন রিজার্ভের হিসাব রাখতে দুটি পরিসংখ্যান মেনে চলছে।


এর একটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাবিত পদ্ধতি বিপিএম সিক্স। এই পদ্ধতির আওতায় গত ২৪ মে পর্যন্ত নূন্যতম রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।


অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য—ডলারের স্থিতিশীল বিনিময় হার, রেমিট্যান্স বৃদ্ধি ও উচ্চ সুদহার রিজার্ভ আরও বাড়াতে সহায়তা করবে।


এ ছাড়াও আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকসহ অংশীদারদের সমন্বয়ে আগামী জুনের মধ্যে সরকার বৈদেশিক অর্থায়ন হিসেবে প্রায় তিন দশমিক তিন বিলিয়ন ডলার পাবে বলে আশা করা হচ্ছে।


এটি রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও