You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন বিলম্বিত করতে উসিলা বের করা হচ্ছে: খন্দকার মোশাররফ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা না আসায় হতাশ বিএনপি।

মঙ্গলবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “রাজনৈতিক দল সমূহের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি।

“বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনেসা সময়েই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন ‘যমুনা’য় গত ২৪ মে প্রথমে বিএনপি, এরপরে জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল রিপাবলিক পার্টি(এনসিপি) সাথে এবং পরদিন এলডিপি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিশ, ইসলাম আন্দোলনসহ ২০ টি দলের সাথে বৈঠক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন