
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৭:০৮
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিকেল ৫টায় ঢাকা সেনানিবাসে এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
'শুভ্র' নামেও পরিচিত সুব্রত বাইন হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ অসংখ্য মামলার আসামি। ২০০১ সালে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি ভারতে পালিয়ে যান এবং দীর্ঘদিন সেখানেই আত্মগোপনে ছিলেন।