
সাইকেলে চেপে বিয়ে করতে গেলেন বর
বিয়ে করতে বাইসাইকেলে চেপে কনের বাড়িতে হাজির হয়েছেন বর; গত শতাব্দীর আশির দশকে এমন দৃশ্য হরহামেশা দেখা গেলেও এখন এ দৃশ্য বিরল। অতিথিদের অতীতের সেই কথা মনে করিয়ে দিতেই হয়তো বাইসাইকেলে চেপে কনের বাড়িতে হাজির হয়েছিলেন এক চীনা বর।
চীনে সাধারণত বর চেষ্টা করেন দামি গাড়িতে চড়ে বিয়ের জন্য কনের বাড়িতে যেতে। নিজের গাড়ি না থাকলে ভাড়া গাড়ি, এমনকি বন্ধু-স্বজনদের কাছ থেকে ধার করে হলেও দামি গাড়িতে চেপে কনের বাড়িতে যাওয়া চাই। কিন্তু কনে শিং মোটেও তেমনটা চাননি। বরং তাঁর ইচ্ছায়ই তাঁর বর বাইসাইকেল চালিয়ে তাঁকে বিয়ে করতে আসেন।
হুনান ডেইলির প্রতিবেদনে বলা হয়, চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের লুওহে শহরে ১৩ মে শিংয়ের বিয়ের আয়োজন হয়। সেদিন বর-কনে ২০ মিনিটের সাইকেলযাত্রায় অংশ নেন। পথজুড়ে সবাই তাঁদের শুভেচ্ছা জানান।
কনে শিং বাইসাইকেল চালাতে খুবই ভালোবাসেন। সেই সঙ্গে মা-বাবার প্রজন্মের সহজ-সরল ভালোবাসার প্রতি মুগ্ধতা থেকে তিনি এই সিদ্ধান্ত নেন। শিং বলেন, ‘আমি বাইসাইকেল চালাতে ভালোবাসি। নিজের বিয়েতে অন্যদের থেকে আলাদা কিছু করতে চেয়েছিলাম, এ জন্য বাইসাইকেল বেছে নেওয়া।’
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র ঘটনা