এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৩:৩৯

গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যাপকভাবে পরিবর্তন আনবে চাকরির বাজারে। কিছু চাকরি বিলুপ্ত হবে, আবার তৈরি হবে একদম নতুন ধরনের পেশা। এ কারণে কিশোর-কিশোরীদের এখন থেকেই এআই শেখা শুরু করা উচিত। তার মতে, যারা প্রযুক্তি বোঝে এবং তা ব্যবহার করতে জানে, ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবে।


গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিসের মতে, যুগের পর যুগ প্রযুক্তি মানবজীবনে পরিবর্তন এনেছে। যেমন: ইন্টারনেট বদলে দিয়েছে ৮০ ও ৯০-এর দশকের প্রজন্ম—মিলেনিয়ালদের জীবনধারা। এরপর স্মার্টফোন যুগ বদলে দিয়েছে জেনারেশন জেড বা জেন-জেড’র জীবনযাত্রা।


ঠিক তেমনি, আগামী প্রজন্ম—জেনারেশন আলফার জীবন ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এআই। হাসাবিসের ভাষায়, “যারা এখন থেকেই এআই শিখবে, ব্যবহার শিখবে এবং বুঝে প্রযুক্তির সঙ্গে চলবে, তারাই ভবিষ্যতের বিজয়ী।”


২০২২ সালে ওপেনএআই-এর তৈরি চ্যাটজিপিটি চালুর পর থেকেই বিশ্বজুড়ে এআই প্রযুক্তি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুধু প্রযুক্তি প্রেমীরা নয়, সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে উদ্যোক্তারাও ভাবছেন, এআই কি তাঁদের কাজ কেড়ে নেবে?


হাসাবিস স্পষ্ট করে বলেন, "হ্যাঁ, কিছু চাকরি হারিয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে কাজ থাকবে না। বরং পরিবর্তিত বাস্তবতায় তৈরি হবে একেবারে নতুন ধরনের পেশা।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও