শিশুদের পড়ালেখায় মনোযোগী করবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৩:৩৬

একটি শিশুর মনোযোগ তৈরি হয় ধাপে ধাপে। প্রথমেই তাকে বোঝাতে হয় পড়ালেখা কেবল একটি বাধ্যতামূলক কাজ নয়, এটি মজারও হতে পারে। পড়ালেখার প্রতি শিশুর আগ্রহ তৈরি করতে হলে অভিভাবক বা শিক্ষকের কোমল ব্যবহার, ধৈর্য ও ইতিবাচক মনোভাব অপরিহার্য। নিচে কিছু কার্যকরী উপায় তুলে ধরা হলো, যেগুলো অনুসরণ করলে শিশুদের পড়ালেখায় মনোযোগী করে তোলা সম্ভব।


১. বিনয়ী আচরণ করা


শিশুরা তাদের অভিভাবকের আচরণ খুব সহজেই অনুকরণ করে এবং মনের ভেতরে ধারণ করে। আপনি যদি একজন শিশুর সঙ্গে ভালো ব্যবহার করেন, সে সহজেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। তাই পড়াতে গিয়ে কখনোই রূঢ় ব্যবহার করা উচিত নয়। শিশুকে ভালোভাবে বোঝান কেন পড়ালেখা জরুরি। তার কোনো প্রশ্নের উত্তর যদি সে না বুঝে, তবে বিরক্ত না হয়ে আবার ব্যাখ্যা করুন। শিশু বুঝবে, পড়ালেখা মানেই শাস্তি নয়; বরং এটি একটি আনন্দের বিষয়।


২. ধৈর্য ধরে পড়ানো


শিশুরা সবাই সমান নয়। একজন দ্রুত বুঝে ফেলে, অন্যজন একটু ধীরগতিতে শেখে। কিন্তু ধৈর্যই এখানে মূল চাবিকাঠি। শিশুকে সময় দিন, তার শেখার গতি বুঝে তাকে পড়ান। ভুল করলে রাগ না করে শান্তভাবে তাকে সংশোধন করে দিন। বারবার বললেও যদি সে ভুল করে, তখনো ধৈর্য হারাবেন না। আপনার ধৈর্যই তাকে সাহস জোগাবে এবং পড়ালেখা নিয়ে তার মনে ভয় বা চাপ তৈরি হবে না।


৩. খেলার মাধ্যমে পড়ালেখায় আগ্রহী করে তোলা


শিশুরা খেলতে ভালোবাসে। তাই যদি তাদের পড়াশোনাকে খেলাধুলার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা যায়, তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে শিখতে আগ্রহী হবে। যেমন, অক্ষর শেখানোর জন্য রঙিন চার্ট, বর্ণনা শেখাতে গল্প বলা, অঙ্ক শেখাতে চকলেট বা মার্বেল দিয়ে গেম খেলা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা যায়। এতে শিশুর মনে পড়ালেখা বিষয়ে এক ধরনের আনন্দ তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও