You have reached your daily news limit

Please log in to continue


খালাস পেয়ে শফিক রেহমান বললেন, ‘এখন বিচার বিভাগ স্বাধীন’

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় আপিলে খালাস পাওয়ার পর বিচারপতিদের প্রশংসা করেছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান।

‘লাল গোলাপ’ খ্যাত এ সাংবাদিক বলেছেন, “আপনারা শুনেছেন- সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার যে মামলা করা হয়েছিল ২০১৬ সালের ১৬ এপ্রিলে, আজ সেটির রায় হলো। রায়ে মামলাটি থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে।

“সুদীর্ঘ ৯ বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারকবৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন।”

মঙ্গলবার আপিলের রায় পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে লিখিত এ বক্তব্য তুলে ধরেন শফিক রেহমান। এদিন তার খালাসের রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ।

২০২৩ সালের অগাস্টে এ মামলার রায়ে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তাদের মধ্যে মাহমুদুর রহমান গত ১০ ফেব্রুয়ারি খালাস পেয়েছিলেন। এবার শফিক রেহমানকেও খালাস দেওয়া হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন