
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (২৬ মে) রাতে সচিবালয় নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত উপ সচিব আব্দুল্লাহ আল জাবেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
উল্লেখ্য, সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যে গতকাল রোববার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বেলা সোয়া ১১টার পর সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। পরে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের দপ্তর ঘেরাও করতে যান তাঁরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দর্শনার্থী