সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান ও তাদের পরিবারের একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে এ পরিবারের কোনো ঠিকানা নেই।
সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের পক্ষে হাইকোর্টে আপিল আবেদনের ওপর শুনানি শেষে সোমবার (২৬ মে) বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন এ আইনজীবী।
এর আগে এ সংক্রান্ত আপিলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ আপিলের রায় ঘোষণার জন্য ২৮ মে দিন ঠিক করেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল, জাকির হোসেন ভূঁইয়া ও মো. মাকসুদ উল্লাহ্।