
আইন উপদেষ্টা ‘ব্যস্ত থাকায়’ বৈঠক হয়নি, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ চলবে
সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আজ মঙ্গলবার আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। দেশের সব সরকারি দপ্তরের কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।
কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত সোমবার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার সকাল সোয়া ১১টার পর সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। পরে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিবের দপ্তর ঘেরাও করতে যান তারা।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দপ্তর যে ভবনে সেই ভবনের সামনে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করার ঘোষণা দেন কর্মচারীরা। পরে সেখান থেকে সরে গিয়ে সচিবালয়ে প্রবেশের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সচিবালয়ে প্রবেশের সবগুলো ফটক বন্ধ করে দেন কর্মচারীরা। আধা ঘণ্টা পর এসব গেট খুলে দেওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিক্ষোভ কর্মসূচি
- বিক্ষোভ