দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে সময় চায় বসুন্ধরার সোবহান পরিবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৬:০৩

ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য ৯০ দিন সময় চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা।


সোমবার আইনজীবীর মাধ্যমে কমিশনের চেয়ারম্যানের কাছে তারা এ আবেদন করেন।


দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, “বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা ৯০ দিনের সময় চেয়ে কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। তবে আইনে দুদকের অনুসন্ধান কার্যক্রম ৪৫ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।


“ফলে চাওয়া সময় মঞ্জুর করা হবে কি না- তা নির্ভর করছে অনুসন্ধান কর্মকর্তার সিদ্ধান্তের ওপর।”


আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য গত ২০ মে চিঠি দেয় দুদক। এর মধ্যে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে।


আর ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী সাবরিনা সোবহান, কো-চেয়ারম্যান সাদাত সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার স্ত্রী ইয়াশা সোবহানকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও