কান্নাভেজা বিদায়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড বললেন, ‘জীবনের সেরা দিন’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৩:৪১

দ্বিতীয়ার্ধে যখন মাঠে নামলেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, তার বুকে তখন দুরু দুরু। মনে শঙ্কার ছায়া, কেমন হবে সমর্থকদের প্রতিক্রিয়া! নাহ, এবার আর দুয়ো দেওয়া হলো না তাকে। বরং তুমুল উল্লাসে দারুণ অভিবাদন পেলেন তিনি। ম্যাচ শেষেও সিক্ত হলেন সমর্থকদের ভালোবাসায়। আপ্লুত লিভারপুল তারকা আবেগময় কণ্ঠে বললেন, তার জীবনের সেরা দিন এটিই।


শঙ্কার কারণটি ছিল ঘরের মাঠে আগের ম্যাচটির তেতো অভিজ্ঞতা। কিছুদিন আগেই ২৬ বছর বয়সী তারকা ঘোষণা দেন, মৌসুম শেষে ছেড়ে যাবেন লিভারপুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গোট ফুটবল বিশ্ব জেনে গেছে, তার নতুন ঠিকানা হতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ। লিভারপুল ছেড়ে যাওয়া, সেটিও ফ্রি এজেন্ট হিসেবে, সমর্থকদের একটি অংশ তা মেনে নিতে পারেননি। গত ১১ মে আর্সেনালের বিপক্ষে ম্যাচে দুয়ো দেওয়া হয় তাকে।


যে ক্লাবে তিনি পা রেখেছিলেন ৬ বছর বয়সে, একাডেমি থেকে যুব দল হয়ে মূল দলে খেলে হয়ে উঠেছেন ক্লাবের অপরিহার্য অংশ, যে ক্লাবতার জীবনের সঙ্গে জড়িয়ে আছে সবটুকু, যে আঙিনার প্রিয় সন্তান তিনি, সেখানেই এমন বিরূপ প্রতিক্রিয়ায় তার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছিল। সতীর্থ মোহামেদ সালাহ, অ্যান্ডি রবার্টসন, সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ এবং আরও অনেকেই তীব্র সমালোচনা করেন সমর্থকদের এমন আচরণের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও