পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৩:২৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রে আছেন দেশের ক্রিকেটাররা। তবে মরুর বুকে ক্রিকেটের লড়াইয়ে হেরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। সামনেই আছে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ। 


তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। নিরাপত্তা এবং কূটনৈরতিক জটিলতা কাটাতেই এমন উদ্যোগ। প্রথম বহরে ১০ জনের এই দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক'জন সাপোর্ট স্টাফ। 


এদিকে আজ সোমবার সকালে দ্বিতীয় বহরও পৌছেছে লাহোরে।এ সময় ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও