You have reached your daily news limit

Please log in to continue


সৌদি আরবে মদ বিক্রির অনুমোদন

সৌদি আরব দেশের বিভিন্ন পর্যটন এলাকায় দীর্ঘমেয়াদে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোসহ বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের আগে পর্যটকদের আকৃষ্ট করাই এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন কেন্দ্রে মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, রক্ষণশীল দেশটি এবার পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, প্রবাসীবান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা, বাড়ি, দোকানপাট এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। এটি সৌদির ‘ভিশন-২০৩০’ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ‘টিটোটাল’ ভাবমূর্তি থেকে মুক্তি পাওয়া লক্ষ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন