নতুন সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানের সিনেমা ‘সখী রঙ্গমালা’য় অভিনয় করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী। এ সিনেমার প্রস্তুতি ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন নাজমুল হক।
প্রথম আলো : আঠারো শতকের এই চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন?
নাজিফা তুষি: প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে প্রস্তুতির ব্যাপারটা একদম আলাদা। আমার ক্ষেত্রে প্রস্তুতি মানে এমন না যে কয়েকটা সিনেমা দেখলাম, চরিত্র অনুযায়ী রিহার্সাল করলাম। আমার ভেতরে একটি মনস্তাত্ত্বিক প্রস্তুতি কাজ করে। ২০০ বছর আগের পটভূমিতে ‘সখী রঙ্গমালা’ লেখা হয়েছে, এর প্রস্তুতি কিন্তু অন্য কাজের মতো নয়। এই প্রথম এতটা প্রাচীন আর ভিন্নমাত্রার কোনো চরিত্রে কাজ করছি। নিজের ভেতরে অনেক চ্যালেঞ্জ অনুভব করছি। শতভাগ দেওয়ার চেষ্টা থাকবে। আর যেকোনো কাজ দেখে কিন্তু বোঝা যায়, প্রস্তুতি কতটা ছিল। তাই ভালো একটা প্রস্তুতি অবশ্যই জরুরি। বাকিটা পুরো কাজ শেষ হলেই বলতে পারব।