 
                    
                    সাম্য হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
সোমবার (২৬ মে) তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য-সচিব সহকারী প্রক্টর শারমীন কবির উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গত ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এ ঘটনা তদন্তে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপারেটর করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তদন্ত কমিটি
- তদন্ত কমিটি গঠন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                