You have reached your daily news limit

Please log in to continue


নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য সাশ্রয়ী মূল্যের এআই চিপ আনছে এনভিডিয়া

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা পর চীনের জন্য সাশ্রয়ী মূল্যের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে আনতে যাচ্ছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের আওতায় নির্মিত এই নতুন জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিটটির দাম পড়বে ৬ হাজার ৫০০ থেকে ৮ হাজার মার্কিন ডলারের মধ্যে, যা এইচ ২০ মডেলের ১০ হাজার থেকে ১২ হাজার ডলার দামের চেয়ে অনেক কম।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নতুন এই চিপটির উৎপাদন জুন মাস থেকেই শুরু হতে পারে। এটি হবে আরটিএক্স প্রো ৬০০০ডি ভিত্তিক একটি সার্ভার ক্লাস জিপিইউ। নিষেধাজ্ঞা এড়াতে এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন এইচবিএম বা হাই ব্যান্ডউইথ মেমোরির পরিবর্তে ব্যবহৃত হবে জিডিডিআর ৭ মেমোরি প্রযুক্তি। এ ছাড়া, এটি তৈরিতে ব্যবহৃত হবে না টিএসএমসি এর উন্নত ‘চিপ-ওন-ওয়েফর-ওন সাবস্ট্রেট’ প্যাকেজিং প্রযুক্তিও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন