‘হঠাৎ বৃষ্টি’র ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১০:৫৩

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। বাংলা সিনেমায় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহের আগে প্রদর্শিত হয় টেলিভিশনে। হঠাৎ বৃষ্টি মুক্তির ২৭ বছর পর নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আজ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিনেমাটির।


১৯৯৮ সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ১৯৯৮ সালে বাংলাদেশে মাত্র দুটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। দুটি পুরস্কারই উঠেছিল হঠাৎ বৃষ্টির ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফেরদৌস আহমেদ ও চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছিলেন আখতার হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও