You have reached your daily news limit

Please log in to continue


বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

বয়স এক বছরও নয় বা একবছর সবেমাত্র হয়েছে- এমন বাচ্চাকে নিয়ে ভ্রমণের প্ল্যান করছেন দম্পতিরা। মিলেনিয়াল বা জেন-জি দম্পতিরা মনে করেন, ছোট বয়স থেকেই প্রকৃতির সঙ্গে বাচ্চার নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।

চিকিৎসকেরাও মনে করেন, ছোট বয়স থেকেই বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে, বাচ্চার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়া বেশ ঝক্কির ব্যাপার। বাচ্চার সুবিধা-অসুবিধা সব কিছুই মাথায় রাখতে হয়। চলুন জেনে নেই কোন কোন বিষয়গুলো মাথায় রেখে বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করবেন।

বাচ্চার কথা মাথায় রেখে জায়গা বাছাই করুন

সব ডেসটিনেশন ছোটদের জন্য উপযুক্ত নয়। অতিরিক্ত উচ্চতা কিংবা খুব গরম বা খুব ঠান্ডায় বাচ্চাদের কষ্ট হতে পারে। তাই পরিবেশ, আবহাওয়া সব কিছুর কথা মাথায় রেখে ডেসটিনেশন বাছাই করুন। ছোটদের সবসময় খোলামেলা জায়গা পছন্দ হয়। যেখানে তারা খেলাধুলো করতে পারবে। হোটেল বুকিংয়ের সময় এই কথা মাথায় রাখবেন।

বাচ্চার প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিন

বয়স যত কম হবে, তত বেশি জিনিস প্যাক করতে হবে। সদ্যোজাতকে নিয়ে বেড়াতে গেলে হোটেলের কোনো জিনিস ব্যবহার করা চলবে না। পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে পর্যাপ্ত জামাকাপড়, চাদর, তোয়ালে সবই নিতে হবে। এ ছাড়া গরম পানিতে বোতল, দুধ খাওয়ার সামগ্রী, বেবি ফুড সব কিছু সঙ্গে নিতে হবে। যাতে বেড়াতে গিয়ে কোনো জিনিসের অভাব না তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন