
নির্বাচন এত সহসা দেওয়া সম্ভব হবে না: মঞ্জু
প্রশাসনের যন্ত্র পুরোপুরি কার্যকর না থাকায় সহসাই জাতীয় নির্বাচনের সম্ভাবনা দেখছেন না আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
রাজনৈতিক রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফার আলোচনা শেষে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
রোববার দুই ভাগে ২০ নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিকালে প্রথম বৈঠকে ১০টি দলের একজন করে প্রতিনিধি অংশ নেন, সেখানে মঞ্জুও অংশ নেন।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন এত সহসা ঘোষণা দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে প্রশাসনসহ বিভিন্ন যে যন্ত্রগুলো আছে সেগুলো এখনো পরিপূর্ণভাবে কার্যকর নয়।
“এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব করেছি, নির্বাচনটাকে একটা কমফোরটেবল জায়গায় নিতে হবে আর যথাসম্ভব নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ দেওয়ার জন্য। আমরা প্রস্তাব দিয়েছি ৫ ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন করা যায় তাহলে এটা সুন্দর সময় হবে।”