জর্ডান সফরের দল ঘোষণা, সাবিনাসহ সাফজয়ী ৫ ফুটবলার বাদ

আরটিভি প্রকাশিত: ২৫ মে ২০২৫, ২০:৪১

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে চলতি মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ দল। এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে জায়গা পাননি সাফজয়ী পাঁচ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার৷


রোববার (২৫ মে) ২৩ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনারা বাদ পড়লেও কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৯ ফুটবলার স্কোয়াডে জায়গা পেয়েছে। 


তারা হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা।


গত ৩০ জানুয়ারি বাফুফে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে সাবিনার নেতৃত্বে ১৮ জন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বাটলারের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। 


ওই সময় ফুটবলাররা জানান, কোচকে দায়িত্বে বহাল রাখা হলে তারা খেলবেন না। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকেও চিঠি দিয়েছিলেন তারা। পরের বাফুফের সঙ্গে আলোচনা করে অনুশীলনে ফেরেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও