আরও পিছু হটল সরকার, এনবিআরকে বিলুপ্ত নয় ‘স্বতন্ত্র’ বিভাগের মর্যাদা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মে ২০২৫, ২০:৩৬

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ তৈরির অধ্যাদেশ জারির পর টানা আন্দোলনের মুখে আরো পিছু হটল সরকার।


অর্থ মন্ত্রণালয় এখন বলছে, এনবিআর বিলুপ্ত নয় বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।


সেজন্য ৩১ জুলাইয়ের মধ্যে ওই অধ্যাদেশে সংশোধন করা হবে। এনবিআর, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং ‘গুরুত্বপূর্ণ’ অংশীজনদের সঙ্গে আলোচনা মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


অধ্যাদেশটি বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এখন সরকারের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসবে কিনা, আনুষ্ঠানিকভাবে তা জানায়নি।


তবে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্দোলনকারীদের একধরনের সমঝোতার আভাস পাওয়া গেছে।


অর্থ মন্ত্রণালয়ের রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ মে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেসনোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সরকার আশা করেছিল যে জাতীয় রাজস্ব বোর্ডের কর এবং কাস্টমস ও ভ্যাট সার্ভিসের সকল উদ্বেগের অবসান ঘটবে। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রেস রিলিজে মনে হচ্ছে, এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও