‘ইন্ডাস্ট্রিতে সুনেরাহ্‌ ছাড়া আরও অভিনেত্রী আছে!’

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১৩:২০

আরও অভিনেত্রী আছেন


নির্মাতা নুহাশ হুমায়ূন ও অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল ঘনিষ্ঠ বন্ধু। নুহাশের ছবিতেও কাজ করেছেন সুনেরাহ্‌। অনুষ্ঠানেও এক গাড়িতে এলেন দুই বন্ধু। অনুষ্ঠান শুরুর পর নুহাশ যখন পুরস্কার নিতে উঠবেন, তখন সুনেরাহ্‌কে নিয়ে মজা করতে ভোলেননি সঞ্চালক তাসনিয়া ফারিণ। তিনি নুহাশের উদ্দেশে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সুনেরাহ্‌ ছাড়া আরও অভিনেত্রী আছে!’


একসঙ্গে বাবা–ছেলে


অভিনেতা নরেশ ভূঁইয়া আর ইয়াশ রোহান, সম্পর্কে পিতা–পুত্র। এক গাড়িতেই এলেন দুজন। লালগালিচায় দাঁড়িয়ে হাসিমুখে বাবা–ছেলে একসঙ্গে পোজও দিলেন। মিলনায়তনে প্রবেশ করতে করতে সহকর্মীরা দুইবার করে কুশল বিনিময় করলেন, একবার বাবার সঙ্গে একবার সন্তানের সঙ্গে।


‘এবার একাই এসেছি’


প্রতিবারই বাবা বা মামার সঙ্গে লালগালিচায় হাঁটেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এবার দেখা গেল ব্যতিক্রম। সঙ্গে তেমন কেউ নেই। ছবি তোলার কথা বলতেই এই নায়িকা হেসে বললেন,‘ এবার অনেক ছবি তোলেন। একাই এসেছি। বেশি ছবি তোলার জন্য।’


মায়ের শাড়িতে সামিরা


মডেল সামিরা সৈয়দের জন্য দিনটি ছিল বিশেষ। এদিন একদিকে বঙ্গতে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব ফিল্ম মির্জা, অন্যদিকে প্রথমবারের মতো অংশ নেন মেরিল–প্রথম আলো পুরস্কারের আয়োজনে। দিনটি স্মরণীয় করে রাখতে মায়ের ৪০ বছরের পুরোনো শাড়ি পরে এসেছিলেন। বললেন, ‘অনেক সহকর্মী, অগ্রজ ও অনুজের সঙ্গে দেখা হয়েছে। এ আয়োজন ১০০ বছর চলুক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও