You have reached your daily news limit

Please log in to continue


দশ দাবিতে বন্ধ পেট্রল পাম্প

তেল বিক্রির কমিশন বাড়ানোসহ দশ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ পেট্রল পাম্প বন্ধ রয়েছে।

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে রোববার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে, যা বেলা দুইটা পর্যন্ত চলবে বলে পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানিয়েছেন।

গত ১১ মে পরিষদের এক সংবাদ সম্মেলনে ২৫ মে কর্মবিরতি পালনের এই ঘোষণা দেওয়া হয়েছিল।

সে অনুযায়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রাখা হয়েছে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু রয়েছে।

আর পেট্রোল পাম্পগুলো কেবল অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়িতে তেল সরবরাহ করতে পারবে।

পরিষদের দাবিগুলো হল–

  • তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল আগের হারে বহাল রাখা।
  • পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে আবেদনের সঙ্গে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন হয়েছে বিবেচনা করা।
  • বিএসটিআইয়ের মাধ্যমে কেবল ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করা।
  • আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল করা।
  • পরিবেশ, কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্সের বিধান বাতিল করা।
  • ঘরের মধ্যে বা খোলা স্থানে অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা।
  • ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ করা।
  • ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স দেওয়া সহজ করা।
  • যেখানে-সেখানে ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে ডিপো গেইটে তা সম্পন্ন করা এবং সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন