কাজ বন্ধ করে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

www.ajkerpatrika.com বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১২:০৫

উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে আজ রোববারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।


আজ সকাল সাড়ে ৯টার পর থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের বাদামতলায় জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তাঁরা।


৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে সচিবালয়ের নতুন ভবন হয়ে ক্লিনিক ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।


বিক্ষোভ মিছিল থেকে ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা।


একই দাবিতে এর আগে গতকাল শনিবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও