
ইনস্টাগ্রামের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
ইনস্টাগ্রামে ইউজারনেম পরিবর্তন করা খুব সহজ। কয়েকটি ধাপে কাজটি করা যায়। তবে ইউজারনেম পরিবর্তন করলে আপনার ফলোয়ারদের মধ্যে এবং আগের লিংকগুলোতে প্রভাব পড়তে পারে। তাই এমন একটি নাম নির্বাচন করুন, যা আপনার বর্তমান পরিচয়ের সঙ্গে মানানসই।
ইউজারনেম পরিবর্তনের আগে যেসব বিষয় জানতে হবে—
একবার ইউজারনেম পরিবর্তন করলে তা ১৪ দিন পার হওয়ার আগে পরিবর্তন করা যাবে না।
৩০ মিনিটে ৫ বার ইউজারনেম এডিট করা যাবে।
অ্যান্ড্রয়েডে ইউজারনেম পরিবর্তনের ধাপ
১. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। যে অ্যাকাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করুন।
২. অ্যাপে ঢোকার পর নিচের ডান কোনায় থাকা আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এতে আপনার প্রোফাইল পেজে চলে যাবেন।
৩. প্রোফাইল পেজে আপনার বায়ো ও প্রোফাইল ছবির নিচে থাকা ‘এডিট প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
৪, ‘ইউজারনেম’ ঘরে আপনার পুরোনো ইউজারনেম মুছে নতুন একটি ইউজারনেম লিখুন। যদি ইউজারনেমটি পাওয়া যায়, তাহলে সবুজ চিহ্ন দেখা যাবে।
৫. নতুন ইউজারনেম লেখার পর ওপরের ডান কোনায় থাকা ‘সেভ’ বা ‘টিক চিহ্ন’ আইকনে ট্যাপ করুন। এখন থেকে আপনার প্রোফাইলে নতুন ইউজারনেম দেখা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইউজার
- নাম পরিবর্তন
- ইনস্টাগ্রাম