
দাবিতে অনড় তিন দল, কী করবেন ইউনূস?
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনার’ গুঞ্জনে রাজনীতিতে সংকটের ঝুঁকি তৈরি হওয়ার পর বিএনপি, জামায়াত ও এনসিপি তার সঙ্গে দেখা করে দায়িত্বে থাকার অনুরোধ জানালেও নিজেদের দাবিতে অনড় অবস্থান জানিয়ে এসেছে।
শনিবার রাতে তিন দলের বৈঠকের সময় উপস্থিত থাকা প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, মুহাম্মদ ইউনূস দলগুলোর সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তিনি সবার কথা ধৈর্য সহকারে শুনেছেন, তবে নিজের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কিছু বলেননি।
এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকের পর উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত’ বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, প্রধান উপদেষ্টা চলে যাবেন–সে কথা বলেননি। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা বলেছেন।
এদিন সন্ধ্যায় প্রথমে বিএনপি, তারপর জামায়াত এবং সবশেষে এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে তিন দলই নিজেদের আগের অবস্থান তুলে ধরেছে। ফলে দলগুলোর অবস্থান সেই বিভক্তির জায়গায় রয়ে গেছে, যার কেন্দ্রবিন্দু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, যা বিএনপি দাবি করে আসছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাজনৈতিক দল
- অনড়
- ড. মুহাম্মদ ইউনূস