৩০ মে ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১২:৫২

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আত্মবিকাশের প্রকল্পগুলো একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে। নিজের সম্পর্কে ভালো ও প্রত্যয়ী অনুভব করবেন। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। সপ্তাহের মাঝদিকে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে আর মন থেকে ‍উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। সপ্তাহের শেষদিকে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ সময় পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারেন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। পরম সুখের সময়, নিজে একজন তারকার মতো আচরণ করুন। তবে শুধু মাত্র প্রশংসনীয় কাজগুলো করুন। সপ্তাহের মাঝদিকে দীর্ঘস্থায়ী বকেয়া পাওনাগুলো শেষমেষ পুনরুদ্ধার করা যাবে। কিছু বাড়তি পয়সা উপর্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। সপ্তাহের শেষদিকে অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সঙ্গে বোঝাপড়া করার সময় এক তীব্রতা প্রদান করবে। ভ্রমণ আর শিক্ষামূলক সাধন সচেতনতা বাড়াবে।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টিকে কাজে লাগাতে পারেন। পরিবারের সঙ্গে বিভিন্ন শপিং মলে যেতে পারেন। তবে এটি আপনার ব্যয়কেও বাড়াবে। সপ্তাহের মাঝদিকে ভদ্রব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। শ্রেষ্ঠ জীবনের জন্য স্বাস্থ্য ও ব্যক্তিত্ব উন্নত করুন। সপ্তাহের শেষদিকে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন লক্ষ্য এনে দেবে। কমশিন, ডিভিডেন্ট বা রয়্যালিটি থেকে লাভ পাবেন।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন। আইটি চাকরিজীবীরা এ সময় বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন। অতীতের কারও আপনাকে যোগাযোগ করা আর এটিকে একটি স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। সপ্তাহের মাঝদিকে খুব একটা লাভদায়ক সময় নয়। কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। সময় নষ্ট আর দরকারী কিছু ব্যয় না করার চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে আশাবাদী হন। উজ্জ্বল দিকটি দেখুন, প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের দরজা উন্মুক্ত করবে। কঠোর পরিশ্রম ও ধৈর্য্য লক্ষ্যে পৌঁছাবে।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে অন্যদেশে পেশাদারী যোগাযোগ বাড়ানোর জন্য এটি উৎকৃষ্ট সময়। কেউ কেউ দূরের যাত্রায় উদ্যোগী হবেন। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে এ সময় অভিনন্দন জানাবে। সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে সঙ্কোচও সরে যাবে। সপ্তাহের শেষদিকে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়বেন।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে একটি চমৎকার সময় বলে মনে হয়। প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। সপ্তাহের শেষদিকে কৈশোরে ফিরে যাবেন। সেটা স্মরণ করুন। সেই সব নিষ্পাপ মজাগুলো আবার করুন। রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে খারাপ মেজাজ, জীবনসঙ্গীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের মাধ্যমে দূর হয়ে যাবে। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করুন। সপ্তাহের মাঝদিকে খেলাধুলা ও বাইরের কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। ভ্রমণ ও শিক্ষামূলক সাধন সচেতনতা বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে আপনার কাজ, কর্মক্ষেত্রে প্রশংসা কুড়াবে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে মানসিক আশঙ্কায় বিচলিত হতে পারেন। ইতিবাচক চিন্তা ও উজ্জ্বল দিকটা দেখা, এটিকে দূরে সরিয়ে রাখবে। সঙ্গী স্যাকারিনের চেয়ে বেশি মিষ্টি- সেটা বুঝতে পারবেন। ঘরে সুখ সমৃদ্ধি আনবে। সপ্তাহের মাঝদিকে আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। বিশেষত বাঁকগুলোতে। সপ্তাহের শেষদিকে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তাবয়িত হতে পারে। যদি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবেন, তবে সৌভাগ্যময় মনে হচ্ছে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়- সবাই একদিকে আর সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্যদিকে থাকবেন। স্বাস্থ্যের দিক দিয়ে এই সময় মন্দ যাবে। কাজেই কী খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হোন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। সঙ্গীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। সপ্তাহের শেষদিকে যাদের সঙ্গে খারাপ সময় কাটে তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। সতর্কতা অবলম্বন করুন। নয়তো ঝামেলায় পড়তে হতে পারে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য লাভবান হতে পারেন। আপনাকে আনন্দিত করতে মনের মানুষটিকে কাছে পেতে পারেন। নতুন প্রেমের সম্ভাবনা উঁকি দিচ্ছে। সপ্তাহের মাঝদিকে নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন। আর শারীরিক সুস্থতায় ব্যায়াম করুন। অনেক ধর্মীয় কাজে সময় অতিক্রান্ত করতে পারেন। সপ্তাহের শেষদিকে বিয়েকে এ সময়ে একটা চমৎকার পর্যায়ে দেখতে পাবেন। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে শক্রুও বৃদ্ধি পেতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ভ্রাতা বা ভগ্নীর বিয়ের যোগাযোগ আসতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। ঘরে অন্যদের অসন্তুষ্ট না করা আর পারিবারিক প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সপ্তাহের মাঝদিকে টিভিতে সিনেমা দেখা আর কাছের প্রিয়জনের সঙ্গে গল্প করার চাইতে আর কি ভালো হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হতে পারেন। সপ্তাহের শেষদিকে ভাগ্যের ওপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের বিষয়টা ভাগ্যের ওপর ছাড়বেন না। ভাগ্যদেবী অলস বলে, তা আপনার কোনো দিন হবে না।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শূরুতে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহীত হওয়াতে নতুন অর্থণৈতিক লক্ষ্য এনে দেবে। নিকটজনের কোনো শুভ খবর আনন্দিত হতে পারেন। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝদিকে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আপনার উচিত ভূমি সম্পত্তি জমি সংক্রান্ত সমস্যাগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। সপ্তাহের শেষদিকে মেধাবী তরুণ/ তরুণীদের পরীক্ষা বা চাকরি লাভের চেষ্টার ওপর শুভ সংযোগ হতে পারে। প্রেম অপরিমিত, সীমাহীন- এই কথাগুলো আগে শুনে থাকতে পারেন, তবে এই সময়ে সেটা উপলব্ধি করতে সক্ষম হবেন। বিশ্বের যত উচ্ছাস আবেগ আপনাদের দুজনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও