You have reached your daily news limit

Please log in to continue


জার্মানির রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭, নারী গ্রেপ্তার

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হওয়ার পর এক নারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

জার্মানির জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ হামলা হয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানিয়েছেন, ৩৯ বছর বয়সী ওই জার্মান নারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এআরডি জানায়, ফ্লোরিয়ান সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তারা তাঁর কাছে গেলে তিনি কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে গ্রেপ্তার করতে দেন।

ওই মুখপাত্র আরও বলেন, ‘ওই নারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সে সম্পর্কে এ মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, তা আমরা খতিয়ে দেখছি।’

হামবুর্গ পুলিশ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, অভিযুক্ত নারী একাই হামলাটি করেছেন।

হ্যানোভার ফেডারেল পুলিশ অধিদপ্তরের এক মুখপাত্র এএফপিকে বলেন, ওই নারী রেলস্টেশনে যাত্রীদের ওপর হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন