বাস্তবভিত্তিক-জীবনঘনিষ্ঠ বাজেট চান সাধারণ মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১২:৪২

বছর ঘুরে আবারও জাতীয় বাজেট ঘোষণার প্রস্তুতি। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যস্ত নানান হিসাব-নিকাশে। কিন্তু রাজধানীর অলিগলি থেকে শুরু করে মফস্বলের ক্ষেত-খামার, সাধারণ মানুষ এমন একটি বাজেট চাচ্ছেন, যেটা শুধুই সংখ্যার খেলা নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর হাতিয়ার হবে।


তাদের মতে, প্রতিবছরই বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ বাড়ে। এবার একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বাজেট দেবে। যেহেতু কোনো রাজনৈতিক দলের অধীনে বাজেট দেওয়া হচ্ছে না, তাই আশা করা যায় এই বাজেটে রাজনৈতিক চাপ থাকবে না। সাধারণ মানুষের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়ে অর্থ উপদেষ্টা বাস্তবসম্মত, জীবনঘনিষ্ঠ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার মতো বাজেট দেবেন।


তারা বলছেন, সাধারণ মানুষ সংখ্যার খেলা বোঝে না। বাজারে যাতে পণ্যের দাম কম থাকে, সেটা গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করতে হবে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসা সহজ করার উপায়, চিকিৎসা সুবিধা সহজ করা, শিক্ষার মান উন্নয়নের প্রতি নজর দিয়ে বাজেট তৈরি করতে হবে।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বাড়তি নজর দিয়ে আগামী অর্থবছরের (২০২৫-২৬) জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্প করেছে অন্তর্বর্তী সরকার। বাজেটের এই আকার চলতি অর্থবছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। আগামী ২ জুন জাতির সামনে নতুন অর্থবছরের বাজেট তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও