ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর থেকে যে আলোচনা-সমালোচনা চলছে, তাতে যোগ দিয়েছেন মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি ট্রাম্পকে ‘শিল্পবিরোধী প্রেসিডেন্ট’ আখ্যা দিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজনীতির ঢেউ এসে পড়েছে ফ্রান্সের কান শহরে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে। ঘটনা তাহলে কী দাঁড়াল!
কান কর্তৃপক্ষ শুধু ‘সিনেমার জন্যই সিনেমা’ উৎসব আয়োজন করে বলে একধরনের গর্ববোধ করত। কিন্তু রবার্ট ডি নিরোর বক্তব্য তাতে নতুন করে প্রশ্ন এঁকে দিয়েছে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকে। পুরস্কার গ্রহণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন ৮১ বছর বয়সী অভিনেতা। তিনি বলেন, ‘ট্রাম্প শিল্পের শত্রু।’
শুধু এখানেই থামেননি নিরো। তিনি দর্শকদের কোনো সহিংসতা ছাড়াই অত্যন্ত আবেগ ও দৃঢ়তার সঙ্গে একত্র হয়ে গণতন্ত্র রক্ষার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যাঁরা স্বাধীনতার কথা ভাবেন, তাঁদের সংগঠিত হওয়ার, প্রতিবাদ করার এবং যখন ভোট আসে, ভোট দেওয়ার সময় এসেছে। ভোট দিন। চলুন, আজ রাতে এবং পরবর্তী ১১ দিন ধরে আমরা গৌরবময় উৎসবে শিল্প উদ্যাপন করে আমাদের শক্তি ও প্রতিশ্রুতি প্রদর্শন করি। স্বাধীনতা, নৈতিকতা, ভ্রাতৃত্ব।’
কানের এবারের আয়োজনে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন ফরাসি অভিনেতা লরাঁ লাফিত। তিনিও একই রকম আবেগঘন বক্তব্য দেন উদ্বোধনী দিনে। তাঁর বক্তব্যে রাজনৈতিক আলাপও উঠে আসে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অভিনয়শিল্পীদের নিজ নিজ জায়গা থেকে বাস্তব জগতের পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।