
‘মা, আমি চিপস চুরি করিনি’, জনসমক্ষে মারধর, অপমানের পর ১২ বছরের শিশুর সুইসাইড নোট
ভারতের পশ্চিম বঙ্গের পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় এক প্যাকেট চিপস চুরির অভিযোগে প্রকাশ্যে কানে ধরে উঠবসসহ নানাভাবে অপমানিত হওয়ার পর কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী এক শিশু।
শুক্রবার স্থানীয় পুলিশ কৃষ্ণেন্দু দাস নামে সপ্তম শ্রেণির ওই ছাত্রের আত্মহত্যার খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
কৃষ্ণেন্দুর মা পুলিশকে বলেছেন, তার ছেলে গোসাইবাজারের একটি দোকানে চিপস কিনতে গিয়ে সেখানে দোকানিকে কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে চিপসের একটি প্যাকেট হাতে নিয়ে বেরিয়ে আসে।
সেই মুহূর্তে দোকানদার শুভঙ্কর দীক্ষিত দোকানে ফিরে কৃষ্ণেন্দুকে চুরির দায়ে অভিযুক্ত করেন এবং ছেলেটিকে চড় মারেন এবং সবার সামনে কান ধরে উঠবস করান।
এরপর কৃষ্ণেন্দুর মা নিজেও দোকানে এসে ছেলেকে বকাবকি করেন, চড় মারেন। সেসময় কৃষ্ণেন্দু বলেছিল, দোকানের বাইরে থেকে চিপসের একটি প্যাকেট তুলে নিয়েছিল এবং পরে এসে দাম দিয়ে যেত।
এক পর্যায়ে সে না বলে প্যাকেট নেওয়ায় ক্ষমা চায় এবং তখনি দাম পরিশোধ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেসময় দোকানদার তাকে মিথ্যাবাদী অ্যাখ্যা দেয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আত্মহত্যা
- চুরি