
তরিতরকারির দাম কমেছে, মুরগির দামও ‘কম’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ২০:৫১
সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারগুলোতে তরিতরকারি দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে; আর মুরগি পাওয়া যাচ্ছে গেল সপ্তাহের দরেই।
শুক্রবার ছুটির দিনে রাজধানীর মহাখালী ও সাত তলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির ‘পর্যাপ্ত’ সরবরাহ রয়েছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বেগুন, করলা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, বরবটি কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুর মুখি ৯০ থেকে ১০০ টাকা, সজনে ১০০ থেকে ১২০ টাকা ও ঝিঙা ৬০ টাকা কেজি দরে মিলছে।