দক্ষিণ সুদানে সংঘাতে নিহত অন্তত ৭৫

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ মে ২০২৫, ২০:৩৯

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কিরের প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৭৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতে ওই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে বলে শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন।


তুর্ক বলেছেন, বিশ্বের নবীন এই রাষ্ট্রে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘাতে বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া প্রাণ বাঁচাতে আরও হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।


২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। স্বাধীনতা লাভের পর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি। আর এই যুদ্ধে প্রায় ৪ লাখ মানুষ নিহত ও ৪০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও