
ট্রাম্পের নিষেধাজ্ঞায় হার্ভার্ডপড়ুয়া বেলজিয়ামের হবু রানি এলিজাবেথের কী হবে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ২০:০৯
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সবে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। সব ঠিক থাকলে ২৩ বছর বয়সী এলিজাবেথই ভবিষ্যতে বেলজিয়ামের রানি হবেন।
গতকাল বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। পাশাপাশি বর্তমানে এতে ভর্তি থাকা বিদেশি শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে তাঁদের বৈধভাবে অবস্থানের অনুমতি বাতিল করা হতে পারে। অন্যান্য মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিষেধাজ্ঞা
- রাজকুমারী