
মার্কিন চিপ নীতিকে ‘ব্যর্থ’ বললেন এনভিডিয়া প্রধান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১৭:৩৩
যুক্তরাষ্ট্রের চিপ নীতিকে ‘ব্যর্থ’ বলে বর্ণনা করেছেন মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং।
কোম্পানিটির প্রধান নির্বাহী যুক্তরাষ্ট্রের সেই নিয়মের সমালোচনা করেছেন, যে নিয়মে চীনে উন্নত কম্পিউটার চিপ রপ্তানিতে বাধা দিয়েছে দেশটি। তিনি বলেছেন, এসব নিয়ম উল্টো আমেরিকান বিভিন্ন কোম্পানিরই ক্ষতি করছে।
তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত বার্ষিক ‘কমপিউটেক্স’ সম্মেলনের এক প্রেস কনফারেন্সে এসব নীতিকে ‘ব্যর্থ’ বলে বর্ণনা করেন হুয়াং।