মহাগুরুত্বপূর্ণ ম‍্যাচে ডাগআউটে থাকতে না পারার আক্ষেপে পুড়ছেন কন্তে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১৭:১২

শিরোপা ফয়সালার লড়াইয়ে খেলোয়াড়দের মাথা ঠাণ্ডা রাখতে বললেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে। আগের ম‍্যাচে মাথা গরম করে লাল কার্ড দেখায় এই ম‍্যাচে অবশ‍্য ডাগআউটে থাকতে পারছেন না তিনি। সে কারণে আক্ষেপে পুড়ছেন এই ইতালিয়ান কোচ।


সেরি আর ৩৮তম রাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় কাইয়ারির বিপক্ষে খেলবে নাপোলি। ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে সাবেক চ‍্যাম্পিয়নরা। কোমোর বিপক্ষে একই সময়ে মাঠে নামবে শিরোপাধারী ইন্টার মিলান, তাদের পয়েন্ট ৭৮।


আগের ম‍্যাচে পার্মা কোচ ক্রিস্তিয়ান চিভুর সঙ্গে উত্তপ্ত বাহাসে জড়ান কন্তে। গোলশূন‍্য লড়াই শেষে দেখেন লাল কার্ড। লাৎসিওর বিপক্ষে ২-২ ড্র ম‍্যাচে লাল কার্ড দেখায় ইন্টারের কোচ সিমোনে ইনজাগিও থাকতে পারবেন না ডাগআউটে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কন্তে বললেন, কার্ডের জন‍্য এখন আক্ষেপ হচ্ছে তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও