খাবার দেখলেই মন আনচান, চাকরি বাঁচবে পেটুক পুলিশ কুকুরের?

eisamay.com প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১৬:৫১

গন্ধ শুঁকে বলে দিতে পারে কোথায় লুকিয়ে রাখা রয়েছে বিস্ফোরক। দুরন্ত ঘ্রাণশক্তি আর তেমনই ফিটনেস। পুলিশি-কাজে তার জুড়ি মেলা ভার। কিন্তু যত সমস্যা তার জিভের নোলায়। আর সেই কারণেই মাঝেমধ্যে তুমুল বিব্রত হতে হয় তার ট্রেনারকে। কথা হচ্ছে চিনের এক পুলিশ কুকুর ফু জাই-কে নিয়ে।


চিনের শ্যানডং প্রদেশে ওয়েইফ্যাং পাবলিক সিকিউরিটি ব্যুরোতে কাজ করে কর্গি প্রজাতির কুকুর ফু জাই। শিশু অবস্থায় তাকে একটি পার্কে দেখতে পেয়েছিলেন তার ট্রেনার। তারপরেই তাকে সিকিউরিটি ব্যুরোর কাজে নেওয়া হয়। খেতে ভীষণ ভালোবাসে ফু জাই। সেই টোপ দিয়েই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভালো কাজ করলে পুরস্কার হিসেবেও দেওয়া হয় খাবার। তার লোভেই নাকি দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে এই দুরন্ত সারমেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও