শরীরে একবারে ৯৬টি চামচ আটকে রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১৬:৪৮
অদ্ভুত এক ক্ষমতার অধিকারী ইরানের আবুলফজল সাবের মোখতারি। যেকোনো বস্তু নিজের শরীরে চামড়ার ওপর আটকে রাখতে পারার দাবি করেন তিনি। এ জন্য তাঁর কোনো আঠার প্রয়োজন পড়ে না।
আবুলফজলের এই দাবি যে একেবারেই ভুয়া নয়, সে প্রমাণ তিনি দিয়েছেন। তাও একবার নয়, তিন–তিনবার। নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজের অদ্ভুত এই প্রতিভায় আরও শান দিয়েছেন, আর নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল