বাণিজ্য বৈষম্যের ঝুঁকিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১০:২২

নতুন আমদানি শুল্কের ঢেউ বিশ্বব্যাপী বাণিজ্যের গতিশীলতাকে নতুন আকার দেবে। অনেক উন্নয়নশীল দেশের জন্য বাণিজ্য খরচ বাড়াবে উল্লেখযোগ্যভাবে। বৈশ্বিক বাণিজ্যে বৈষম্য বাড়ার ঝুঁকিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতি।


বৃহস্পতিবার (২২ মে) জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) প্রকাশিত ‘স্প্যারিং দ্য ভালনারেবল: দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেনস’ শীর্ষক ওই প্রতিবেদনে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অর্থনীতি বলতে বোঝানো হয়েছে স্বল্পোন্নত দেশ, ছোট দ্বীপ, উন্নয়নশীল রাষ্ট্র ও স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশকে।


প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আমদানি শুল্কের একটি ঢেউ বিশ্বব্যাপী বাণিজ্যের গতিশীলতাকে নতুন আকার দেবে এবং অনেক উন্নয়নশীল দেশের জন্য বাণিজ্য খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।


ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অর্থনীতি—বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলো যদিও বৈশ্বিক বাণিজ্যে অতি সামান্য অংশীদার, তবু তারাই এখন সবচেয়ে উচ্চমাত্রার শুল্ক বৃদ্ধির মুখে পড়েছে।


২০২৫ সালের জুলাই থেকে যুক্তরাষ্ট্র ২২টি উন্নয়নশীল দেশের আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশের ওপরে বাড়াতে যাচ্ছে। এর মধ্যে সাতটি স্বল্পোন্নত দেশও (এলডিসি) রয়েছে। অথচ এসব দেশের বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণ অতি সামান্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও